ডিভোর্সের পর সন্তান কার ?
বর্তমানে তালাক একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এই তালাকের
Read Moreআস-সালামু আলাইকুম।আমি এডভোকেট সোহেল রানা, আপনার সমস্যার আইনি সমাধান প্রদানে নিবেদিত প্রান।
আপনার জীবনে ঘটে যাওয়া বা ঘটতে পারে এমন অপ্রীতিকর ঘটনা আমাকে খুলে বলুন আমি, আমার জুনিয়র অ্যাসোসিয়েট এবং প্রয়োজনে সিনিয়র বিজ্ঞ আইনজীবী সহ আপনার সমস্যার বিশ্লেষণ ও পর্যালোচনা করে সমাধান খুঁজে বের করবই ইনশাআল্লাহ্
এটা বলা হয়ে থাকে যে একজন ডাক্তার এবং আইনজীবীর কাছে কোন কিছু লুকাতে নেই। কেননা একজন ডাক্তার যেমন আপনার শরীরে ঘটে যাওয়া সমস্যার কথা ভালভাবে শুনে তার উপর ভিত্তি করে প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ডায়াগনোসিস করে, ঠিক তেমনি একজন বিজ্ঞ আইনজীবী, তার সম্মানিত গ্রাহকের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা পর্যালোচনা করে সেই হিসেবে আমাদের দেশের সংবিধান মেনে কোন পথে অগ্রসর হলে তার সমস্যার সর্বোচ্চ সমাধান পাবেন তা নিশ্চিত করে।
আমাদের বিশেষজ্ঞ আইনজীবীরা আইনি নোটিশ, আইনি মতামত, থানা কর্তৃক প্রত্যাখ্যাত বিষয়ে মামলা দায়ের করা, নিয়মিত জামিন, আগাম জামিন, অন্তর্বর্তী জামিন, সাক্ষীকে যথাযথ জ্বেরাপূর্বক আসামিকে খালাস করার সেবা প্রদাণে অত্যন্ত দক্ষ। এছাড়াও জটিল এবং কঠিন মামালার ক্ষেত্রে আমাদের "NO WIN, NO FEE" পলিসি ইতিমধ্যে আমাদের ল ফার্মকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় কেননা আমাদের গ্রাহকদের আইনি বিজয় নিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য।
আমাদের সেবাসমূহ নিম্নলিখিতঃ
আমাদের সম্পর্কে গ্রাহকদের মতামত দেখুন
আমার আপন ছোট ভাই এর নামে করা একটা মিথ্যা মামলা নিয়ে সোহেল ভাই এর কাছে যাই। আলহামদুলিল্লাহ্ সে আমাকে এত দ্রুত এবং এত কম খরচে মামলার নিস্পত্তি করিয়ে দিবে কল্পনাও করি নাই।
ভাইয়াকে আমি প্রথম দেখি ফেসবুকের একটা ভিডিওতে। তখন আমার ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর সাথে প্রতিনিয়ত কলহ লেগে থাকতো বাচ্চাদের ভরন পোষণের খরচ বহন করা নিয়ে। এস অ্যান্ড এস অ্যাসোসিয়েট এর সোহেল ভাই এর সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরে এই বেপারে আমাদের আর কখনো ঝামেলা হয়নি। সোহেল ভাইয়াকে অনেক ধন্যবাদ।
আমি নিজে একজন ব্যবসায়ী এবং ব্যবসার খাতিরে আরেকজন ব্যবসায়ীকে ৫০ লক্ষ টাকার প্রোডাক্ট দিয়েছিলাম যার বিনিময়ে সে আমাকে একটা চেক দিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারনে আমি সেই চেক আর ক্যাশ করতে পারি নাই। প্রায় ২ বছর ঘোরানোর পর সোহেল ভাই এর চেম্বারে যেয়ে সব খুলে বলি এবং তার সাথে কন্ট্রাক্ট বেসিস এ কাজ করি। মাত্র ৬ মাসে পুরো টাকা উদ্ধার করতে পেরেছিলাম।
ভালবেসে সংসার শুরু করেছিলাম কিন্তু বিয়ের কিছুদিন পরেই বুঝতে পারলাম আমার হাজবেনড এর আরও মেয়েদের সাথে মেলামেশা আছে। বাসায় আমার সাথে খুব খারাপ ব্যবহার এবং আমার গায়ে প্রায়ই হাত তুলত। সবদিক চিন্তা করে দেখলাম সম্পর্কটাকে আর বেশিদূর এগিয়ে নেয়া ঠিক হবে না। ইউটিউব এ ভিডিও দেখে সোহেল ভাই এর সাথে যোগাযোগ করে খুব সহজেই পরিত্রান পেয়েছি।
একটা লিমিটেড কোম্পানি খুলতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে কি কাগজ পত্র করতে হবে কি সমাচার কিছুই বুঝতেসিলাম না। পরে এস অ্যান্ড এস অ্যাসোসিয়েট এর সাথে যোগাযোগ করে জাস্ট ওয়ান স্টপ সল্যুশন পেলাম।
আমি এডভোকেট সোহেল রানা এল এল.বি (অনার্স), এল এল.এম (EU) বিগত ১০ বৎসর যাবত আইন পেশায় নিয়োজিত আছি। কাজ করেছি ৪০০ এর অধিক কেইস নিয়ে যেখানে সফলতার হার ছিল ৮০ শতাংশেরও বেশী। পরবর্তীতে ল ফার্ম এস এন এস অ্যাসোসিএটস এর কর্ণধার হিসেবে যাত্রা শুরু করি
এস এন এস এসোসিয়েট আইনী সহায়তায় একটি নামই নয় বর্তমানে সেটি একটি ব্রান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা গ্রাহকের সমস্যা সর্বাধিক গুরুত্বসহকারে বিচার বিশ্লেষণ করে অনুধাবন পূর্বক সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সমাধান দিয়ে থাকি। আমাদের রয়েছে" ল ল্যাব" যাহাতে গ্রাহকের সমস্যার সঠিক সমাধানের লক্ষ্যে পূংখানুপূংখভাবে বিশ্লেষণ, উচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা পূর্বক নির্ভুল সমাধান দিয়ে থাকি। জঠিল ও কঠিন মামলা সমুহ বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও ব্যারিস্টার দ্বারা সঠিকভাবে সমাধান করে থাকি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেক সমস্যার আইনীভাবে সঠিক সমাধান রয়েছে যাহা আমরা দিতে বদ্ধপরিকর। গ্রাহকের সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ।
শেষ কথা, মানুষ পারতপক্ষে দুইজন পেশাদার ব্যক্তির কাছে কখনও যেতে চায় না, প্রথমজন হচ্ছে ডাক্তার আর দ্বিতীয়জন হচ্ছে আইনজীবী। কিন্তু আপনি যেমন যেকোনো সময় অসুস্থ হয়ে ডাক্তার এর শরণাপন্ন হতে পারেন ঠিক তেমনি আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেকোনো সময় ঘটে যেতে পারে আপনার অনিচ্ছা অথবা অজ্ঞতার কারনে। মনে রাখবেন, একজন সুনাগরিক হিসেবে প্রত্যেক মানুষের আইন জানা আবশ্যক। আইনের অজ্ঞতাকে অজুহাত হিসেবে দেখিয়ে আজ অবধি কোন অপরাধী মুক্তি পায়নি। যেহেতু দুর্ঘটনার কোন স্থান কাল পাত্র নেই, তাই আসুন অপ্রত্যাশিত হয়রানী এবং মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে আইন মেনে চলি। সাধারন আইন জানতে আমাদের ফেইসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যেকোনো ইমারজেন্সি আইনি সেবা পেতে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করুনঅথবা আমার অফিস ভিজিট করতে চলে আসুন নিম্নোক্ত ঠিকানায়ঃ
ব্লগ সেকশনে আপনি আমাদের সকল পোস্ট দেখতে পাবেন।